সোমবার সকাল ১০টায় যশোর নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।
Published : 19 Jun 2023, 12:23 AM
বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন ও কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।
এই সময়ের মধ্যে মোট ৭৪ জন প্রার্থী মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে লড়তে মনোয়নপত্র জমা দিয়েছেন বলে জানান শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস।
তিনি বলেন, আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভার নির্বাচন। এতে মেয়র পদপ্রার্থী হিসেবে চারজন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রিয় কাউন্সিলের নির্বাহী সদস্য ফারুক হোসেন উজ্জ্বল, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন এবং বেনাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন।
সৌমেন বিশ্বাস বলেন, “সোমবার সকাল ১০টায় যশোর নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।”