উদ্ধার করা এসব থান কাপড়ের আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।
Published : 24 Sep 2024, 11:41 AM
ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী এলাকা সংলগ্ন মুজাফফর মসজিদের কাছ থেকে পিকআপসহ কাপড়গুলো জব্দ করা হয়েছে বলে সোমবার সন্ধ্যায় জানিয়েছেন ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কুমিল্লা সেক্টরের অধীন ফেনী ব্যাটালিয়নের বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এ সময় মুজাফফর মসজিদ এলাকায় একটি পিকআপ ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানোর জন্য সংকেত দেয় বিজিবি। তখন চালক পিকআপ রেখে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে ভারতীয় থান কাপড়ের ২০টি গাইট উদ্ধার করে। উদ্ধার করা এসব কাপড়ের আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।
পরে চোরাচালানে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
বিজিবির অধিনায়ক মোশারফ আরও বলেন, জব্দ কাপড়গুলো ফেনী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।