এ সময় আহত হয়েছেন আরও একজন।
Published : 22 Sep 2024, 11:39 PM
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশের তালিকাভুক্ত এক ‘শীর্ষ সন্ত্রাসী’ ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাবরুল ছোট মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার সাবরুল এলাকার সাগর তালুকদার এবং তার সহযোগী একই এলাকার স্বপন।
হামলায় সাগরের সঙ্গে থাকা মুক্তার নামে আরও সহযোগী আহত হন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়িও সাবরুল এলাকায়।
উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, “সন্ধ্যায় সাগর তার দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে সাবরুলের দিকে আসছিলেন। পথে ছোট মণ্ডলপাড়া এলাকায় একদল লোক তাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাগর ও স্বপন নিহত হন।”
শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাগর তালুকদার শাজাহানপুর এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।”
সাগরের বিরুদ্ধে শাজাহানপুর থানায় সাবরুলের সিহাব বাবু, পারভেজসহ তিনটি হত্যা মামলা আছে। চাঁদাবাজির চারটি, মাদকের তিনটি, অস্ত্র আইনে একটি, দ্রুত বিচার আইনে একটি এবং অন্যান্য দুটিসহ মোট ১২টি মামলা রয়েছে।
এ ছাড়া ৫ অগাস্ট সরকার পতনের পর সাগরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল বলেও জানায় পুলিশ।