এ সময় আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
Published : 26 Jun 2024, 08:53 PM
রংপুর নগরীর ঘাঘট নদীতে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা ভুরারঘাট এলাকার এ ঘটনা ঘটে বলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আতাউর রহমান জানান।
নিহত হলো- ওই এলাকার আনিসুল ইসলামের মেয়ে আজমাইন (১১) ও রতন মিয়ার ছেলে জিম (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পুরিশ জানায়, আজমাইন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এবং জিম ওই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মিঠাপুর থানার এসআই মো. আলতাফ হোসেন বলেন, নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।