তার বিরুদ্ধে মামলার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন ওই উপজেলা চেয়ারম্যান।
Published : 12 Sep 2024, 10:12 PM
নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে তাকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান।
গ্রেপ্তার খায়রুল কবির খোকন (৫৪) বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামের পশর আলীর ছেলে।
মামলার নথির বরাতে র্যাব কর্মকর্তা আশরাফুল কবির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার মধ্যে ৪ অগাস্ট দুপুরে খায়রুল কবির খোকনের নেতৃত্বে দলীয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বারহাট্টা উপজেলা সদরের মাইল্যাব ডায়াগনেস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।
এ ঘটনায় মাইল্যাবের মালিক মো. আশিক মিয়া বাদী হয়ে ৯ অগাস্ট বারহাট্টা থানায় মামলা করেন।
মামলার পর থেকে খোকন এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন।
গোপন সংবাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৪ এর সদর কোম্পানি অভিযানে নেমে ঢাকার মিরপুর থানার কল্যাণপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয় বলে জানান স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।