তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
Published : 08 Nov 2024, 12:37 AM
মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার।
মৃত আয়নাল আকন (৭১) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত গনি আকনের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে আয়নাল বাড়ির পাশে পালরদী নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে পানির স্রোতে তলিয়ে যান তিনি।
অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে দুপুরে ফায়ার সার্ভিসের ডুবরি দল আয়নালকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আয়নালের ছেলে জয়নাল আকন বলেন, “নদীতে গোসলে করতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।”
নদীতে নিখোঁজ আয়নালের মৃতদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের খোকন জমাদ্দার।