নিহত ৩৪ বছর বয়সি রূপম নগরের আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।
Published : 04 Nov 2024, 09:36 PM
খুলনায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগ্নে শেখ আরিফুজ্জামান রূপমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে নগরের দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী।
নিহত ৩৪ বছর বয়সি রূপম নগরের আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।
যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সকালে আঞ্জুমান মসজিদ সড়কে মাদকবিরোধী অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান থেকে ফেরার পথে মারামারির ঘটনা দেখে সেখানে যান তারা।
যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে লোকজন রূপমকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এ বিষয়ে যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনও কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।
ওসি মীর আতাহার জানান, রূপমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি ও মারামারির ঘটনায় দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া রূপমের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।