এ ঘটনায় আহত এক আরোহী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Published : 23 Feb 2025, 05:45 PM
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক আরোহী।
রোববার দুপুর ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার কাটাগাং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান।
নিহতরা হলেন- উপজেলার ডিবির হাওড় গ্রামের প্রয়াত আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২৪), আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলি ছেলে মো. তোফায়েল (২৬)।
আহত সাব্বির আহমেদ (৩২) উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদের ছেলে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি হাবিবুর রহমান বলেন, হালকা বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে ওই তিনজন জৈন্তাপুর সদরে যাচ্ছিলেন। পথে তামাবিল হাইওয়ে থানার পাশে মালবাহী একটি ট্রাক সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তারা তিনজন আহত হন। এ ছাড়া তাদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ওসি বলেন, দুইজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ট্রাকসহ চালকের ধরতে অভিযান চলছে।