“এলাকাবাসী ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করে।”
Published : 02 Feb 2025, 01:26 PM
সাতক্ষীরার দেবহাটার ট্রলির চাপায় এক শিক্ষার্থীর প্রাণ গেছে।
এ ঘটনায় ট্রলি চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান।
নিহত ৮ বছর বয়সী মারিয়া আফরিন মিম শিমুলবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে দেবহাটা থানার এসআই তন্ময় সাহা বলেন, “মিম স্কুলের সামনে চলন্ত ইটবোঝাই ট্রলির চাপায় নিহত হয়।
“এ সময় স্থানীয় এলাকাবাসী ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করে পুলিশে খবর দেয়।”
তবে এ ঘটনায় মিমের লাশের ময়নাতদন্ত এবং কোনো ধরনের অভিযোগ দিতে তার পরিবার অস্বীকৃতি জানিয়েছে বলে জানান তন্ময়।