দুই দিন আগে সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে বলে জানায় পুলিশ।
Published : 15 Dec 2024, 01:18 AM
নারায়ণগঞ্জ সদরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন।
ঘটনার দুই দিন পর শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন।
নিহত মো. ওয়াজেদ সীমান্ত (২০) নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার হাজী আলম চানের ছেলে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন৷
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে শহরের মিন্নত আলী মাজারের সামনে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সীমান্তের বাবা আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সীমান্তকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তার শরীরে বেশ কয়েকটি জখম ছিল।”
ওসি নাসির উদ্দিন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা ছিল। কিন্তু তারা পরে আসেননি।
ওই শিক্ষার্থী যেহেতু মারা গেছেন, সেক্ষেত্রে আইন অনুযায়ী হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।