বৃহস্পতিবার দুপুর থেকে ইয়াসিন নিখোঁজ ছিল।
Published : 19 Oct 2024, 01:28 PM
বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের একদিন পর খাল থেকে মাদরাসা ছাত্রের লাশ ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের উত্তর পাশে কবির মোল্লার স্বমিল সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার ওসি মমিনউদ্দিন জানিয়েছেন।
লাশ উদ্ধার হওয়া মো. ইয়াসিন (১৫) তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। সে উপজেলার আউয়ার দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
ওসি মমিনউদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে ইয়াসিন নিখোঁজ ছিল। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা খালে তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছেন।
ওসি আরও বলেন, “সুরতহালে ইয়াসিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খালের পানিতে ডুবে সে মারা গেছে।
“তবে প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ জানতে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।”