সাত মাস আগে বিদেশ থেকে ফেরেন সুলতান। ফেরার পর থেকে পরিবারের সঙ্গে তার ঝামেলা চলছিল।
Published : 28 Mar 2025, 12:41 AM
সিলেটের গোলাপগঞ্জে ‘দায়ের কোপে’ বাবাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দুলু মিয়া (৬০)। আটক যুবকের নাম সুলতান আহমদক (৩৩)।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, সুলতান আহমদ ৭ মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। ফেরার পর থেকে নানা বিষয়ে পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল।
ওসি বলেন, বৃহস্পতিবার বিকালে কলহের এক পর্যায়ে দা দিয়ে ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান দুলু মিয়া।
"মরদেহের ময়না তদন্ত হবে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।”