বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে স্থানীয় শাহ আলম মাতুব্বরের বিরোধ চলেছিল।
Published : 30 Jul 2023, 02:53 PM
মাদারীপুরের রাজৈর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর করে অর্ধশত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার রাতে উপজেলার বদরপাশা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি আলমগীর হোসেন।
ওসি আলমগীর জানান, বদরপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে স্থানীয় শাহ আলম মাতুব্বরের বিরোধ চলেছিল।
“এর জেরে শনিবার রাতে শাহ আলম মাতুব্বর ও তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের রোপণ করা তিন থেকে চার বছর বয়সী প্রায় অর্ধশত গাছ কেটে ফেলেন।”
এ সময় তাদের বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বসতবাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওসি আরও জানিয়েছেন, এই ঘটনায় মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান তার প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহ আলম মাতুব্বর বলেন, “যে জমির গাছ কাটা হয়েছে সেটা আমাদের ক্রয় করা জমির অংশ। তবে তার বাড়ি-ঘরে আমরা হামলা করিনি, ওরা নিজেরাই করে দোষ চাপাচ্ছে।”