চুয়াডাঙ্গায় ‘পাচারকারী’দের গোলযোগ, প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ

জব্দ করা সোনার পরিমাণ ১৫৯ ভরি বা এক কেজি ৮০০ গ্রাম ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 04:09 AM
Updated : 13 May 2023, 04:09 AM

চুয়াডাঙ্গায় ‘সোনা পাচারকারি’ দুটি পক্ষের মধ্যে গোলযোগের সময় তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার শাহপুর এলাকা থেকে তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা। 

আটকরা তিন জন হলেন, জীবননগর উপজেলার ঘুঘরাগাছি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মাজহারুল ইসলাম পল্টু (৩২), একই গ্রামের হাশেম খানের ছেলে আছির উদ্দিন (৪২) ও বারান্দি গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে শাহবুদ্দিন খান (৪০)। 

জাকিয়া সুলতানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাত সাড়ে ৮টার দিকে শাহপুর এলাকায় ওৎ পেতে ছিল। এ সময় দুই দল ‘সোনা পাচারকারি’ নিজেদের মধ্যে গোলোযোগে জড়িয়ে পড়ে। 

তারা ধারালো অস্ত্র দিয়ে পরস্পরের ওপর হামলা করে। হামলায় দুজন আহত হয়। পুলিশ আহত দুজনসহ তিনজকে আটক করে নিয়ে আসে। 

“তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৫৯ ভরি বা এক কেজি ৮০০ গ্রাম সোনা। যার বাজারমূল্য এক কোটি ৪৩ লাখ টাকা।” 

আহতদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

জব্দ করা সোনা ও আটক করা ব্যক্তিদের আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।