মুন্সীগঞ্জে স্বামীকে হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়; যা আনাদায়ে তাকে আরও এক বছর কারাবাস করতে হবে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 02:18 PM
Updated : 28 March 2023, 02:18 PM

মুন্সীগঞ্জ সদর উপজেলায় স্বামীকে হত্যার দায়ে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করনে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মতিন জানান।

দণ্ডপ্রাপ্ত ৪০ বছর বয়সী নীলা আক্তার শহরের মাঠপাড়ার নাজির হোসেনের (৪৫) স্ত্রী।

জেলা আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন বলেন, “পরকীয়ার কথা জেনে যাওয়ায় স্বামীকে হত্যা করেন নীলা আক্তার।”

মামলার বরাতে পিপি আব্দুল মতিন জানান, ২০১৫ সালের ২০ জুন পারিবারিক কলহের জেরে নাজির হোসেনের গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন নীলা আক্তার।

পরে এই ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও বলেন, আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন আসামি নীলা। যাবজ্জীবন ছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা আনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘ বিচার শেষে উপযুক্ত রায় ঘোষণা করেছে আদালত।

নিহতের দুই ছেলে-মেয়েকে দেখাশোনা করেন বলেও তিনি জানান।