আটক বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি।”
Published : 15 Jan 2025, 04:31 PM
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিএসএফ।
মঙ্গলবার রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ওপারে ভারতের ভেতর থেকে তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ৪৫ বছর বয়সী শেখ আলিমুর রহমানের বাড়ি খুলনা জেলায়। তিনি সাবেক সেনা সদস্য বলে বিজিবি জানিয়েছে।
লেফট্যানেন্ট কর্নেল তানজীর বলেন, বেউরঝাড়ি সীমান্ত দিয়ে মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন আলিমুর। এ সময় বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে আটক করে। পরে ভারতের গোয়ালপুকুর থানায় তাকে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, “খবরটি পাওয়ার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা ভারতীয় বিএসএফের কাছে আটক বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি।”