জাতীয় সংসদ নির্বাচনে জাফর আলমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কল্যাণ পার্টির প্রধান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
Published : 21 May 2024, 08:50 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারার পর এবার কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও হেরেছেন সাবেক সংসদ সদস্য জাফর আলম।
মঙ্গলবার দিনভর ভোট শেষে রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম।
ফলাফল অনুযায়ী, বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী দোয়াত-কলম প্রতীকে ৫৬ হাজার ১২২ ভোট পেয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ২৫২ ভোট।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন জাফর আলম। নির্বাচনে জাফর আলমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির প্রধান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৬১ হাজার ১০৩ জন। মোট ১১৪টি কেন্দ্রে ভোটাররা ভোট দিয়েছেন।
জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন।