জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Published : 10 Dec 2024, 05:38 PM
চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত এলাকা থেকে দশটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনার বারাদী এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান।
জাহিদুর বলেন, “বারাদী এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের খবরে সীমান্ত পিলার ৮০ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয় বিজিবি। এ সময় বিজিবির টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে ওই এলাকা অতিক্রম করতে দেখে তাকে থামার নির্দেশ দেয়।
“কিন্তু ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটি উদ্ধার করে।”
পরে প্যাকেটে তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ৬০০ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে লেফট্যানেন্ট কর্নেল জাহিদুর রহমান জানান।