রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
Published : 10 Sep 2024, 10:53 PM
বরিশালের মুলাদীতে কিশোরীকে ধর্ষণের দীর্ঘ এক দশক পর যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন বলে আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির জানান।
দণ্ডিত সাইফুল খান বরিশালের মুলাদী উপজেলার চিলমারী গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথির বরাতে কাজী হুমায়ুন কবির বলেন, সরল স্বভাবের হওয়ায় প্রায়ই প্রতিবেশী সাইফুলদের ঘরে যেত ওই কিশোরী। ২০১৪ সালের ৫ জানুয়ারি সকালে ওই ঘরে যায় মেয়েটি। তখন ঘরে স্ত্রী না থাকার সুবাদে কিশোরীকে ধর্ষণ করেন যুবক সাইফুল। একই বছরের ২ এপ্রিল মেয়েটির অসুস্থতার সূত্রে জানা যায়, সে তিন মাসের অন্তঃসত্ত্বা। তখন সাইফুল মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন।
২০১৪ সালের ৮ এপ্রিল সাইফুল ও তার স্ত্রীকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন মেয়েটির মা।
থানার এসআই মো. নুরুল ইসলাম মামলার তদন্ত করে একই বছরের ২৩ সেপ্টেম্বর একমাত্র সাইফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।