বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের পশ্চিম বজরা এলাকার ২৬ জন মিলে নৌকায় করে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।
Published : 22 Jun 2024, 12:55 PM
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন দিন পর আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই শিশুর লাশ মিলল। এখনও নিখোঁজ আছে পাঁচজন।
শনিবার সকালে উপজেলার বজরা ইউনিয়নের জিগাবাড়ির চর এলাকার তিস্তা নদী থেকে ভাসমান অবস্থায় স্বজনরা মরদেহটি উদ্ধার করে বলে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান জানান।
সকালে উদ্ধার হওয়া তিন বছরের কুলসুম খাতুন উপজেলার সাতালস্কর গ্রামের কয়জর আলীর মেয়ে।
বজরা ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে তিস্তা নদীর কোলায় বালুতে আটকে ছিল শিশুটি। দুই হাত পানির উপরে ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেয়।
এ ঘটনায় এখনও উপজেলার পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপালি বেগম (২৫), তাদের কন্যা সন্তান আইরিন (৯), ভাগ্নি হিরা মনি (৮), আজিজুর রহমানের ছেলে শামিম হোসেন (৫) নিখোঁজ রয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, বুধবার সন্ধ্যায় পশ্চিম বজরা এলাকার ২৬ জন মিলে নৌকায় করে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। এ সময় নৌকাডুবির ঘটনা ঘটে। ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও সাতজন নিখোঁজ হয়।
ওই রাতেই আয়শা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।