সুন্দরবনে বাঘের মুখ থেকে যেভাবে ফিরে এলেন জেলে

কাঁকড়া, মাছ ও মধু আহরণ করতে তারা সুন্দরবনে গিয়েছিলেন বলে জানান ছোট ভাই।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 10:03 AM
Updated : 29 March 2023, 10:03 AM

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরতে গিয়ে এক জেলে বাঘের আক্রমণের থেকে বেঁচে ফিরে এসেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ৬টায় শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে আহত অবস্থায় তাকে নিয়ে ফিরে এসেছেন ছোট ভাই লিয়াকত হোসেন।

লিয়াকত জানান, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে সুন্দরবনের কাছিকাটা দাঁড়গাঙ নামক এলাকায়।

আহত জেলা আব্দুল ওয়াজেদ (৪৫) উপজেলার ছোটভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল ওয়াজেদের ঘাড়, পিঠ এবং মাথায় আঘাত লেগেছে। তাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছোট ভাই লিয়াকত হোসেন বলেন, “বাঘটি আক্রমণের সময় আমি ভাইয়ের থেকে মাত্র ২০ ফুট দূরে ছিলাম। লাঠি নিয়ে আমার উচ্চস্বরে চিৎকার এবং বাঘের চোখে চোখ রাখি; তাতে বাঘটি ভাইকে ছেড়ে পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় তাকে নৌকায় করে নিয়ে আসি।

“ঘটনাস্থলটি সুন্দরবনের গভীরে এবং সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় ফিরে আসতে বেশি সময় লেগেছে।”

কাঁকড়া, মাছ ও মধু আহরণ করতে তারা সুন্দরবনে গিয়েছিলেন বলে জানান তিনি।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “আহত ওই জেলের পাশ পারমিট ছিল না। কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে তিনি আহত হয়েছে বলে জানতে পেরেছি।”