আটকদের বিরুদ্ধে মানব পাচার ও পাসপোর্ট আইনে মামলা দিয়েছে বিজিবি।
Published : 16 Oct 2024, 10:21 PM
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে একজনকে পাচারকারী বলছে বিজিবি।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।
আটকরা হলেন- ওই এলাকার হেলাল পারভেজ পায়েল (২৭), বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের প্রয়াত কান্ত দেবের ছেলে বিরেন ভদ্র (৪০) এবং দিনাজপুর সদর উপজেলার বড়বন্দর নতুন পাড়ার প্রয়াত হরিপদ রায়ের মেয়ে ভারতি (৪৫)।
লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম জানান, এনায়েতপুর বিওপির সীমান্ত পিলার ৩২১/৯ এস এর কাছে প্রায় আড়াইশ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে ওই তিনজনকে আটক করে বিজিবির টহল দল।
আটকদের মধ্যে হেলাল পারভেজ মানব পাচারের সঙ্গে জড়িত বলে দাবি বিজিবির।
বুধবার বিরল থানায় আটকদের বিরুদ্ধে মানব পাচার ও পাসপোর্ট আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।