খবর নিয়ে জানা গেছে, পিটুনিতে আহত যুবলীগ কর্মী মিলন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
Published : 05 Aug 2024, 01:06 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের মধ্যে ভোলা শহরে গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুর পৌনে ২টার দিকে শহরের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে স্বজনরা ওই যুবকের লাশ উদ্ধার করেন।
নিহত মো. জসিম উদ্দিন (৪০) ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর নবীপুর এলাকার আবু তাহেরের ছেলে। তিনি নতুন বাজারে পুরাতন ছাতি সারাই করতেন।
নিহতের ছোট ভাই মো. সবুজ সাংবাদিকদের বলেন, “সংঘর্ষ চলাকালে দোকান বন্ধ করার সময় ভাইয়ের মাথায় গুলিবিদ্ধ হয়। সেখানেই তিনি মারা যান।”
এদিকে জসিম নিহত হওয়ার পর আন্দোলনকারীরা তার লাশ নিয়ে শহরে মিছিল করেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা দাবি করেন, যুবলীগ কর্মী মিলনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
খবর নিয়ে জানা গেছে, আহত যুবলীগ কর্মী মিলন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।