একমাস আগে ঢাকার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে তুলি নিয়ে যাওয়া হয় বলে জানায় র্যাব।
Published : 28 Oct 2024, 06:31 PM
ঢাকা থেকে অপহরণের একমাস পর এক স্কুলছাত্রীকে কক্সবাজারে পাওয়া গেছে: এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে র্যাব।
রোববার মধ্যরাতে শহরের লাইট হাউজ এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
আটক আব্দুল আলীম মীর্জা শান্ত (৩২) বরিশালের মুলাদী উপজেলার জলক্ষ্মীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। উদ্ধার হওয়া স্কুলছাত্রী নবম শ্রেণির ছাত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, “এক মাস আগে ১৫ বছর বয়সি ওই স্কুলছাত্রী গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফুফুর বাসায় বেড়াতে যায়। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী ঢাকার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় কাজে বের হলে আরেক ফুফুর পূর্ব পরিচিত আব্দুল আলীম মীর্জা শান্তর সঙ্গে তার দেখা পায়।
“সেই সময় শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন ওই স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে যান। এ ঘটনার পর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও তার সন্ধান পায়নি।”
পরে ৪ অক্টোবর ওই স্কুলছাত্রীর ফুফু বাদী হয়ে আব্দুল আলীম মীর্জা শান্তকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে ঢাকার কোতোয়ালি থানায় মামলার আবেদন করেন বলে জানান তিনি।
মামলাটি নথিভুক্ত হওয়ার পর র্যাবের নজরে আসলে ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয় বলে জানান কামরুজ্জামান।
তিনি বলেন, “রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার একটি আবাসিক কটেজে শান্তসহ ওই স্কুলছাত্রীর অবস্থানের খবর পায় র্যাব।
“র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে কটেজের একটি কক্ষ থেকে ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।”
‘প্রেমের ফাঁদে’ ফেলে ওই স্কুলছাত্রীকে তুলে আনা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শান্ত স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান।
আটক শান্তকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।