ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
Published : 24 Jun 2024, 09:43 PM
ঈদের রাতে বগুড়া শহরে দুই যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার বগুড়ার মুখ্য বিচারিক হাকিম সুকান্ত সাহা শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।
তিনি বলেন, জোড়া খুনের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শেখ সৌরভ, নাইম হোসেন ও আজবিন রিফাতকে আদালতে নিয়ে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আসামিরা পুলিশ হেফাজতে আছেন; তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান।
মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
ঈদের দিন রাতে শহরের নিশিন্দারা এলাকায় মো. রুমন শেখ ও শরিফকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নিহত শরিফের মা হেনা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৫ জনকে আসামি করে মামলা করেন।
মামলায় বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তার ভাই সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) এবং বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো. মেহেদী হাসানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ঈদের দিন বিকালে নামাজগড় থেকে হাকিরমোড়গামী নির্মাণাধীন রাস্তা দিয়ে যাওয়ার সময় রোমানের মোটরসাইকেল সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর গাড়িতে ধাক্কা লাগে। ওই গাড়িতে টিপুর মেয়ে ছিলেন।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামিরা রাত ১২টায় শরিফ, রুমন, হোসাইনকে চকরপাড়ার জাহিদ মিয়ার ইউক্যালিপটাস বাগানে মীমাংসার কথা বলে ডেকে নেয়।
পরে সেখানে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া হোসাইন ওরফে বুলেট গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন: