সম্মেলনের বিষয় ছিল ‘কোষ থেকে সারা শরীর: মাইক্রোবায়োলজির সরব উপস্থিতি’।
Published : 15 Nov 2023, 01:34 PM
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ‘মাইক্রোবায়োলজি কনভেনশন-২০২৩’ নামে সম্মেলন করেছে ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুমা), উত্তর আমেরিকা।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সিটির হ্যানোভারে রোববার শেষ হওয়া তিনদিনব্যাপী এই সম্মেলনের এবারের বিষয় ছিল ‘কোষ থেকে সারা শরীর: মাইক্রোবায়োলজির সরব উপস্থিতি’।
এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে অনুজীববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর প্রথম ব্যাচ (১৯৭৯) থেকে শুরু করে স্নাতক ২৭তম ব্যাচ (২০১৮) এর সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুহাম্মদ গোলাম মোরশেদ। প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোহসিন পাটওয়ারী, অধ্যাপক আনোয়ার হক এবং সৈয়দ আশরাফুদ্দিন আহমেদ।
সম্মেলনে ‘তিন মিনিট থিসিস’ পর্বে পিএইচডি শিক্ষার্থী ও পোস্ট ডক্টরাল গবেষকরা তাদের গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করেন। এতে প্যানেলিস্ট ছিলেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিনা পারভীন, টেক্সাস বায়োমেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ সায়েন্টিস্ট আবুল কালাম আজাদ এবং ইমিউনিটি, ইনফ্লেমেশন অ্যান্ড ডিজিস ল্যাব এনআইএইচ এর মোহাম্মদ নিজাম উদ্দীন।
উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক জাহাঙ্গির হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সুবর্ণা খান। সম্মেলনের অন্যান্য পর্বে ছিল ক্যারিয়ার সেশন, প্রশ্নোত্তর, সাংস্কৃতিক সন্ধ্যা, সংগঠনের বার্ষিক সাধারণ সভা এবং অ্যালামনাইদের সম্মাননা পুরস্কার।