সুইজারল্যান্ডে আওয়ামী লীগের শহীদ দিবস পালন

দিনটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2023, 04:10 AM
Updated : 28 Feb 2023, 04:10 AM

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে আওয়ামী লীগ সুইজারল্যান্ড শাখা।

দিনটি উপলক্ষে রোববার জেনেভায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা।  

সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি জমাদার নজরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। মাতৃভাষা সংরক্ষণ ও প্রচারের পাশাপাশি কিছু নৃগোষ্ঠীর জন্য মার্তৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী। বক্তব্য দেন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়াল।

এছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, ইশরাক আহমেদ নিপুন, সাংগঠনিক সম্পাদক গৌরি চরন সসীম ও সাংস্কৃতিক সম্পাদক মুন্নু রানি বনিক মুন।