অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব

উৎসবকে সামনে রেখে ব্যাচের সদস্যদের রচনায় ও সংগীত পরিচালনায় একটি মৌলিক গান প্রকাশ করা হয়।

ইয়াকুব আলীঅস্ট্রেলিয়ার সিডনি থেকে
Published : 26 Sept 2022, 10:06 AM
Updated : 26 Sept 2022, 10:06 AM

বছরব্যাপি বিভিন্ন আয়োজনের অংশ হিসাবে ‘বসন্ত উৎসব’ করেছে অস্ট্রেলিয়া প্রবাসীদের ৯৬-৯৮ ব্যাচ।

রোববার সিডনির ইঙ্গেলবার্ন সাবার্বের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে এ আয়োজন করেন তারা।

দিনব্যাপি এ আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী ৯৬-৯৮ ব্যাচের সদস্যরা সপরিবারে যোগ দেন। আয়োজন সফল করতে আয়োজকরা কয়েকমাস ধরে প্রস্তুতি নেন। উৎসবকে সামনে রেখে ব্যাচের সদস্যদের রচনায় ও সংগীত পরিচালনায় একটি মৌলিক গান প্রকাশ করা হয়।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর শুরু হয় মূল আয়োজন। বহুমাত্রিক এ আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড এবং ডিজে পারফরমেন্স।

পরিবেশনায় অংশ নেন ৯৬-৯৮ ব্যাচের সদস্য ও তাদের পরিবার। শিশুদের জন্য ছিল পনি রাইড, ফেস পেইন্টিংসহ নানা বিনোদন।