যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা, বিমানবন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

‘স্বাগত সমাবেশ’ করে আওয়ামী লীগ সমর্থকরা, কাছাকাছি দূরত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে ‘বিক্ষোভ সমাবেশ’ করে বিএনপি সমর্থকরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2022, 10:23 AM
Updated : 20 Sept 2022, 10:23 AM

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি করেছে দেশটিতে আওয়ামী লীগ-বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনগুলো।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃতে অংশ নেওয়ার পর স্থানীয় সময় সোমবার রাত ১০টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিট) শেখ হাসিনা নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান।

এসময় বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের মূল গেইটের সামনের এলাকায় ‘স্বাগত সমাবেশ’ করে আওয়ামী লীগ সমর্থকরা, কাছাকাছি দূরত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে ‘বিক্ষোভ সমাবেশ’ করে বিএনপি সমর্থকরা।

আওয়ামী লীগের কর্মসূচিতে সফরের সাফল্য প্রত্যাশা করে স্লোগান-র‍্যালি করেন নেতা-কর্মীরা। এর সমন্বয়ে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক এনাম দুলাল মিয়া, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার ও নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ।

অন্যদিকে বিএনপির সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির স্থানীয় নেতা গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, গোলাম ফারুক শাহীন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র সদস্য জসীমউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক সায়েম রহমান এবং সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুগ্ম আহ্বায়ক শেখ হায়দার আলী, মো. আনোয়ার হোসেন, শামীম আহমেদ, খালেদ আহমেদ, জাবেদউদ্দিন, এলিজা আকতার, সুলতানা খানম, সজীব চৌধুরী ফয়সল, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাকসুদ এইচ চৌধুরী।

বিক্ষোভের পর বিএনপির নেতারা জ্যাকসন হাইটসে সভা করেন। এতে সভাপতিত্ব করেন মোস্তফা কামাল পাশা বাবুল। আলোচনায় অংশ নেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন ও যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।