পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিয়ে নৃত্যনাট্য ‘আঁধারের বাঁধ ভেঙ্গে’।
Published : 31 Dec 2024, 11:30 AM
বিজয় দিবস উপলক্ষ্যে প্যারিসে ‘জাগরণের গান ও নৃত্যনাট্য: আঁধারের বাঁধ ভেঙে’ শিরোনামে বিজয় উৎসব করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার বিকালে প্যারিসের মেরি দা ক্লিশির একটি হলে এ আয়োজনে ছিল সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান-নৃত্য ও আবৃত্তি।
বিজয় উদযাপন পরিষদের সদস্য সচিব দেবেশ বড়ুয়া ও এমদাদুল হক স্বপনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর একাত্তরের শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগীত পরিবেশন করেন সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, রণজিৎ বড়ুয়া, সফিকুল ইসলাম রায়হান, শংকর ডেভিড, প্রিয়াংকা বড়ুয়া, রিমা মুৎসুদ্দী ও শুভা তালুকদার। নৃত্য পরিবেশনা করেন দেবশ্রী, সুবর্ণা, ডোনা, সুমন আহমেদ ও উল্লাহ চিং।
শেষ পর্বে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিয়ে নৃত্যনাট্য ‘আঁধারের বাঁধ ভেঙ্গে’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কাশেম,বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাজাহান শারু, পরিষদের চেয়ারম্যান শাজাহান রহমান, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, সাইফুল ইসলাম খান, সাব্বির আহমেদ, মাসুদ হায়দার, লুলু আহমেদ, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, আবদুল্লাহ আল তায়েফ, হাসান আহমেদ, কাইয়ুম রহমান ও বরিশাল বিভাগীয় কমিটির সহ সভাপতি ওয়াদুদ খান।