‘স্বৈরাচার হাসিনার দোসরদের’ পুনর্বাসনের বিরুদ্ধে বক্তব্য দেন তারা।
Published : 23 Mar 2025, 01:45 PM
গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা ‘এখনো ষড়যন্ত্র করছে’ বলে অভিযোগ করেছে বিএনপি চীন শাখা।
শনিবার গুয়াংডং প্রদেশের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে ইফতার মাহফিল ও আলোচনা সভা করে সংগঠনটি।
এতে বক্তারা বলেন, “স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো ষড়যন্ত্র করছে। বিএনপি নিয়েও ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে স্বৈরাচার হাসিনার দোসররা যেন কোনভাবেই পুনর্বাসিত হতে না পারে।”
মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মো. সাখাওয়াত হোসেন কানন।
বক্তব্য দেন শেখ মাহবুবুর রশীদ, মো. আসিফ হক রুপু, মো. হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মো. সালাউদ্দিন রিক্তা ও মনোয়ার বায়েজীদ।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে আসিফ হক রুপু বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশের মানুষের সঙ্গে চীন শাখার নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে।”
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করা হয় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। চীনের বিভিন্ন শহরে বসবাসরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা এতে উপস্থিত ছিলেন।