স্থানীয় এক আরবের কৃষি খামারে কাজ করতেন শাহিন।
Published : 29 Nov 2024, 07:40 PM
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশি মারা গেছেন।
নিহত মো. শাহিন আলমের (৩৫) বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার নতুন চর সলিমাবাদ এলাকায়। পিতা মো. তমশের আলী।
মঙ্গলবার একটি কৃষি খামারের জেনারেটর রক্ষণাবেক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন শাহিনের শাশুড়ি শারজায় কর্মরত ফাতেমা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আবুধাবির পশ্চিম অঞ্চলের লিওয়ায় স্থানীয় এক আরবের কৃষি খামারে কাজ করতেন শাহিন। ওইদিন খামারের জেনারেটর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
আহত অবস্থায় শাহিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় আড়াই বছর আগে ভিজিট ভিসায় আমিরাত এসে অবৈধ হয়ে পড়েন শাহিন। সাধারণ ক্ষমার সুযোগে বৈধ হয়ে এক আরবের স্পন্সরশিপে তার ভিসা লাগানোর প্রক্রিয়া চলছিল।
বাংলাদেশে শাহিনের স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে পাঠানো বলে জানা গেছে।