২০২৫ সালের জন্য ১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
Published : 12 Feb 2025, 03:11 PM
মোহাম্মদ হানিফকে সভাপতি এবং সালেহ আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন কোরিয়া-বাংলা প্রেস ক্লাব।
রোববার দেশটির রাজধানী সিউলের স্থানীয় একটি হোটেলে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের জন্য ১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার কামরুল হাসান।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ, দপ্তর সম্পাদক রনি জামান, অর্থ সম্পাদক আল আমিন মৃধা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম. এ. মাহবুব।
সাধারণ সদস্যরা হলেন- আমিনুল মোগল, মীর সজল, ফারুক হোসাইন, এম মনির হোসেন, যায়েদ হোসেন ও এফ কে মিরাজ।
নতুন সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, “বাংলাদেশি অভিবাসী সাংবাদিকদের নিয়ে কোরিয়া-বাংলা প্রেস ক্লাব ২০২১ সালের ১৭ অক্টোবর থেকে যাত্রা শুরু করে। বিদেশের মাটিতে একঝাঁক তরুণ সাংবাদিক ও লেখকদের নিয়ে নতুন স্বপ্ন দেখছি আমরা। আমাদের অঙ্গীকার সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পথচলা।”
সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, “কোরিয়া-বাংলা প্রেস ক্লাবের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”