গ্রিসে প্রবাসীদের ‘বাংলাদেশ উৎসব’

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গ্রিসে ‘বাংলাদেশ উৎসব’ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

আল আমিন, গ্রিসের অ্যাথেন্স থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 06:52 AM
Updated : 25 Oct 2021, 06:52 AM

রোববার দুপুরে অ্যাথেন্সে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এ উৎসব উদ্বোধন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিতে এ উৎসবে নানা আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশি খাবার ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী।

অ্যাথেন্স ও এর আশপাশের শহরগুলো থেকে বাংলাদেশিরা সপরিবারে এ উৎসবে অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের সদস্য, স্থানীয় ‘দোয়েল’ সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, অ্যাথেন্সের দুটি বাংলা স্কুল, দোয়েল একাডেমি ও বাংলা-গ্রিক এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা গান, কবিতা ও নাচ পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!