জেনিভায় ভূমিমন্ত্রী: সম্ভাবনা ও সুযোগে পরিপূর্ণ বাংলাদেশে বিনিয়োগ করুন

এক দশকের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিণত হবে মন্তব্য করে এখানে বিনিয়োগের জন্য দেশি ও সুইস বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

সুইজারল্যান্ড প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2021, 09:35 PM
Updated : 25 Sept 2021, 09:35 PM

সুইজারল্যান্ডের জেনিভায় স্থানীয় সময় বুধবার ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি, বিশেষত সুইস বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই সম্মেলন এবার দ্বিতীয়বারের মত আয়োজন করলো।

জেনিভার অভিজাত এক পাঁচ তারকা হোটেলের হলরুমে সম্ভাব্য দেশি-বিদেশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত ওই সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী ছিলেন প্রধান অতিথি।

শুরুতেই সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে  ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এসময় মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহসিন, উপদেষ্টা খলিলুর রহমান মামুন, সহ সভাপতি অরুন বড়ুয়া, সহ সভাপতি মোবারক আলী, সহ সভাপতি হারুন রশিদ, সহ সভাপতি মশিউর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন, পরিবেশ সম্পাদক সুমন চাকমা, আইয়ান জুনায়েদ, সিনিয়র আওয়ামী নেতা ও জেনিভায় বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি জমাদার নজরুল ইসলাম, সিনিয়র আওয়ামী নেতা ও জেনিভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আজাদ।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে হাই-টেক শিল্প এবং জাহাজ নির্মাণের মত ভারী শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।

বিদেশি ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' ও 'রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা'য় বিনিয়োগে বিশ্বমানের পরিবেশ ও সুযোগের ব্যাপারে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন,  "বাংলাদেশে আসুন এবং বিনিয়োগের পূর্বে পরিস্থিতি যাচাই করে দেখুন।"

কোভিড-১৯ বিশ্ব মহামারীর সময়ে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কথা বলতে গিয়ে ভূমিমন্ত্রী বাংলাদেশি উদ্যোক্তাদের 'উদ্যমী' এবং 'যোদ্ধা' হিসেবেও উল্লেখ করেন।

তিনি বলেন, "বাংলাদেশ ধীরে ধীরে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিবর্তিত হচ্ছে। আশা করা যায়, এক দশকের মধ্যে বাংলাদেশ একটি সম্পূর্ণ শিল্পভিত্তিক অর্থনীতির দেশ হবে। তবে বাংলাদেশের জন্য কৃষি এখনও অপরিহার্য এবং খাদ্য নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।"

অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম বলেন, "দেশের সকল মানুষের জীবন ও স্বাস্থ্যের সর্বোচ্চ অর্জনযোগ্য মান নিশ্চিতে আধুনিক বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে অর্পিত হয়েছে। বাংলাদেশ গত এক দশকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম, এছাড়া দারিদ্র্য হ্রাস ও স্বাস্থ্য উন্নয়নে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।"

অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বিদেশে বাংলাদেশের দূত হিসেবে বর্ণনা করে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "বাংলাদেশ এখন বড় ধরনের বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত; আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন।"

বিশ্বব্যাপী বাংলাদেশের পুঁজিবাজার এবং বাণিজ্যে বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বিএসইসি এ সম্মেলন আয়োজন করছে।

এ বছরের শুরুতে দুবাই এবং যুক্তরাষ্ট্রের চারটি প্রধান শহরে বিএসইসি এ সম্মেলনের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের জুরিখ এবং জেনিভায় এ মাসে দুইটি বিনিয়োগ সম্মেলন হলো।

সম্মেলনে অনাবাসী বাংলাদেশি এবং বিদেশি প্রাতিষ্ঠানিক ও স্বতন্ত্র বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেছে। এসময় বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনা, বিশেষ করে পুঁজিবাজারের বিপুল সুযোগ এবং বিনিয়োগকে সহজতর করার জন্য অবকাঠামোগত নানা উন্নয়ন তারা তুলে ধরেন।

অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আলমগীর হোসেন এবং বেসরকারি খাতের নেতারাও শীর্ষ সম্মেলনে অন্যান্যদের মধ্যে অংশ নেন।

এছাড়াও অংশ নেন জেনিভায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!