এখন সবাই নিজেকে আওয়ামী লীগের বলে দাবি করে: শামীম ওসমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব মানবতার নেত্রী হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 04:27 AM
Updated : 25 June 2021, 04:30 AM

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৩ জুন নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশের মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এতবার হত্যাচেষ্টার পরও বাঁচিয়ে রেখেছেন।

“তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বের বিস্ময়। বাংলাদেশ এখন সকল দেশের সামনে উন্নয়ন আর সমৃদ্ধির উদাহরণ।”

বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ওসমান পরিবারের সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে শামীম ওসমান বলেন, “এখন দেশের সবাই নিজেকে আওয়ামী লীগের বলে দাবি করে। অথচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তেমন কোনো প্রতিবাদ হয়নি।”

তিনি বলেন, “চরম প্রতিকূলতার মধ্যে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তাদের সন্তানদের মানুষের মত মানুষ করেছেন। আর এর সুফল ভোগ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় গোটা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অর্জন সারাবিশ্বে বাংলাদেশকে মানবিকতার জাতিতে পরিণত করেছে।

“অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনায় সভায় অতিথিরা

এর আগে জ্যাকসন হাইটসে খাবার বাড়ি রেস্তোরাঁর সামনে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সহ-সভাপতি সামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, নির্বাহী সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার প্রমুখ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!