ব্রিসবেনে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। এ উপলক্ষে নগরীর বিশাল নাগরদোলা এবং ব্রিসবেন নদীর ওপর সেতুতে লাল-সবুজের বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2021, 06:50 AM
Updated : 26 March 2021, 06:50 AM

বাংলাদেশের স্বাধীনতা দিবসে এদেশের জনগণ এবং অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছে ব্রিসবেন নগর কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চুন্নু জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রিসবেন সিটি কাউন্সিল ব্রিসবেন নদীর ওপর নির্মিত ভিক্টোরিয়া সেতু ও স্টোরি সেতুতে ২৫ মার্চ রাত থেকে আলোকসজ্জার ব্যবস্থা করে।

এছাড়া সিটি কাউন্সিলে ২৬ মার্চ সকালে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কার্যক্রম শুরু করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!