শুরু হচ্ছে ‘উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন-২০২১’

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2021, 05:40 AM
Updated : 19 Jan 2021, 05:40 AM

আসছে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে  বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা’। 

সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, ভার্চুয়াল এ সম্মেলনে দেশ ও প্রবাসের কবি-সাহিত্যিক-প্রাবন্ধিক-শিল্পীরা অংশ নেবেন।

সম্মেলনের সদস্য সচিব কাজী মশহুরুল হুদা লস অ্যাঞ্জেলেস থেকে বলেন, “এ সম্মেলন শুধু উত্তর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ব্যাপ্তি ঘটবে বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন হিসেবে। ভারত, বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়ায় বাংলা সাহিত্যচর্চার গুণীজনদের অংশগ্রহণ থাকবে দুইদিন ব্যাপী সম্মেলনের বিভিন্ন পর্বে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!