Published : 15 Jan 2021, 09:51 AM
এ উপলক্ষ্যে স্থানীয় সময় রোববার বিকেলে দূতাবাসের ফেইসবুক পেইজে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
তিনি জানান, ছোট কোর্স এবং বড় কোর্স দুটি ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। সংক্ষিপ্ত কোর্সের ক্লাস উদ্বোধনের দিন থেকে শুরু হয়েছে এবং দীর্ঘ মেয়াদের কোর্স আরম্ভ হবে আগামী ২৪ জানুয়ারি থেকে।
রাষ্ট্রদূত বলেন, “বর্তমানে কোরিয়াতে প্রায় দশ হাজার বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছেন। উদ্যোক্তা উন্নয়নের উপর প্রশিক্ষণটি দেশে গিয়ে কিভাবে একটি ব্যবসা শুরু করতে পারবে সে বিষয়ে তাদের পরিচালিত করবে এবং প্রবাসীরা বিনিয়োগের ক্ষেত্রে আত্মবিশ্বাস অর্জন করবে।”
রিজওয়ান রহমান বলেন, “এ উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য হল অনাবাসী প্রবাসী বাংলাদেশিদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ ও উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা। যখন তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এ প্রশিক্ষণ কোর্সটি কিভাবে ব্যবসায়ের সূচনা, কোম্পানির নিবন্ধনকরণ, কৌশলগত ব্যবসায়ের পরিচালনা, শিল্পের জন্য জায়গা নির্বাচন করা, কিভাবে লাইসেন্স পাওয়া যাবে, সাপ্লাই চেইন, অ্যাকাউন্টিং, ব্যবসায়ের সম্প্রসারণ এবং শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবসার প্রক্রিয়া পরিচালনা কিভাবে করা যায় ও আরও বিভিন্ন খুঁটিনাটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দেওয়া হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এফ এম বোরহান উদ্দিন।
দূতাবাস সূত্রে জানা গেছে, দীর্ঘ মেয়াদের প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীর সংখ্যা বেশি। এ কোর্সে অংশ নিচ্ছেন ইপিএস কর্মী, কোরিয়াতে অধ্যয়নরত শিক্ষার্থীসহ অন্যান্য পেশার প্রবাসী বাংলাদেশিরা। তাদের পক্ষ থেকে বক্তব্য দেন ইপিএস কর্মী অসীম বড়ুয়া, পিএইচডি শিক্ষার্থী মো. রবিউল কবির, মুরসালিন শেখ ও নাজমুল হোসাইন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনকেএ মবিন এফসিএ, মো. জয়নুল আবেদিন, মোফাজ্জল হোসাইন, শাহীনুর আলম সিএসসি, সামুয়েল মুর্মু, মিসপে সরেন, দ্বীন ইসলাম, রনজিত কুমার, শেখ নিজামুল হক, নাজমুন নাহার, কাজী শাহ আলম, জিলানী জুয়েল ও এস এম মনির হোসাইন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা [email protected]। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |