কোভিড-১৯: নিউ ইয়র্কে প্রবাসীদের পাশে স্থানীয় আ. লীগ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত বা বিপর্যস্ত বাংলাদেশিদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 09:30 AM
Updated : 9 May 2020, 09:30 AM

যারা ঘর থেকে বের হতে সক্ষম নন বা মুদি দোকানে নিয়ে খাবার কিনতে অসমর্থ এমন প্রবাসীদের তালিকা তৈরি করে শুক্রবার থেকে ১৫ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় সংগঠনটি।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে এ দলে রয়েছেন সংগঠনের অন্যতম সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার ও আশরাফ আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য জাফরউল্লাহ ও নির্বাহী সদস্য এটিএম মাসুদ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!