করোনাভাইরাসে স্ত্রীর মৃত্যু, ত্রাণ দিলেন প্রবাসী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রী মারা যাওয়ার পর তার স্মরণে দুর্যোগকালীন অবস্থায় দু:স্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী দিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী এক বাংলাদেশি।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 03:39 PM
Updated : 7 May 2020, 04:06 PM

১৪ এপ্রিল নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত রেজিয়া সুলতানা সোমা বেগম মারা যান।

তারই স্মরণে প্রয়াত সোমার স্বামী যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ জেলা সমিতির কর্মকর্তা এবং ‘রমীজ খান  ফাউন্ডেশন’র পক্ষ থেকে রমীজ খান আলিয়া মাদ্রাসা মাঠে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। এর তত্ত্বাবধান করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ।

সে সময় উপস্থিত সবাই শারীরিক দূরত্ব বজায় রেখে মৃত সোমার জন্য দোয়া করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!