রাতের নীরবতা ভেঙ্গে আবুধাবি প্রবাসীদের ‘চিয়ারআপ’

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতের সব অঙ্গরাজ্যে চলছে ‘স্টে হোম ক্যাম্পেইন’। এ আতঙ্কের মধ্যে নিজেদের উজ্জীবিত রাখতে আবুধাবিবাসীর ‘চিয়ারআপে’ অংশ নিয়েছেন প্রবাসীরা।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 03:51 AM
Updated : 29 March 2020, 03:51 AM

স্থানীয় সময় শুক্রবার রাতে আবুধাবি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আবুধাবির ব্যস্ত অফিসপাড়াতেও কমে গেছে জনচলাচল

ভাইরাস সক্রমণের আশঙ্কায় ভীত আবুধাবিবাসীরা সিটি জীবাণুমুক্তির নিবিড় কার্যক্রমের দ্বিতীয় ও তৃতীয় দিন যে যার ভবনের ব্যালকনিতে এসে দাঁড়ান দলে দলে, শিস দিয়ে, ড্রাম  বাজিয়ে, হল্লা করে উজ্জীবিত করেন নিজেদের। প্রবাসীরাও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মসজিদে মসজিদে বাজে আজানের ধ্বনি। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে শনিবারও।

প্রবাসীরা জানান, গৃহবন্দি থেকে মানুষ হাঁপিয়ে উঠছিলেন। শঙ্কা সবার হৃদয়ে বাসা বেঁধেছে। তাই এ চিয়ারআপ।

আবুধাবিতে কমে গেছে ট্রাফিক চলাচল

ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে আবুধাবিবাসী সবাই হোম কোয়ারেন্টাইনে তাদের গৃহবন্দি সময় যাপন করছেন। দিনে জরুরি প্রয়োজনে সীমিত সময়ের জন্য ঘরের বাইরে গেলেও ফিরে আসছেন কাজ সেরে। যেখানেই যাচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা আছে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!