নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মুজিববর্ষ উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 05:30 AM
Updated : 18 March 2020, 05:30 AM

মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে কেক কেটে বছরব্যাপী মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

তিনি বলেন, “করোনাভাইরাসের বৈশ্বিক ভয়াবহ বিস্তার নিয়ন্ত্রিত হলে পরবর্তীতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপন করা হবে।”

অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া, ডকুমেন্টারি প্রদর্শন, বাণী পাঠ, দোয়া ও মোনাজাত।

এদিকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সিলমোহর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ (ইউএসপিএস)। ভিডিও ফোন কলের মাধ্যমে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের আঞ্চলিক পোস্টঅফিসে এ সিলমোহর প্রকাশের উদ্বোধন করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!