অর্থপাচারকারীদের শাস্তি চেয়ে মন্ট্রিয়লে মানববন্ধন

বাংলাদেশ থেকে কানাডায় অর্থপাচারকারীদের শাস্তি চেয়ে মন্ট্রিয়লে মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শওগাত আলী সাগর কানাডা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 08:27 AM
Updated : 9 March 2020, 08:27 AM

রোববার বিকেলে শহরের পার্ক মেট্টোর সামনে ‘লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’ শ্লোগানে এ মানববন্ধন করেন তারা।

এতে বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় হাতে লেখা পোস্টার ও ফেস্টুন নিয়ে বাংলাদেশি কানাডিয়রা অংশ নেন।

প্রবাসীরা জানান, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে ও দুর্নীতির মাধ্যমে টাকা লুট করে কানাডায় পাচারের প্রতিবাদে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে টরন্টোয় সামাজিক আন্দোলন শুরু হয়। টরন্টো প্রবাসী বাংলাদেশিরা কয়েক দফা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এরই ধারাবাহিকতায় মন্ট্রিয়লে মানববন্ধন হলো।

তারা জানান, এ আন্দোলন কোন প্রতিহিংসা থেকে নয়, ব্যক্তির বিরুদ্ধে নয়, এ আন্দোলন আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকে অন্যায়ের বিরুদ্ধে। কানাডা-বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। সুসভ্য রাষ্ট্র হিসেবে কানাডা সরকার ও প্রশাসনকে অভিযুক্ত ব্যাংক ডাকাতদের বিষয়ে খতিয়ে দেখতে হবে, সিদ্ধান্ত নিতে হবে।

মানববন্ধনে অর্থপাচারের অভিযোগে অভিযুক্তদের অবৈধ অর্থ জব্দসহ অবিলম্বে দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!