করোনা আতঙ্কে খালেদার কারামুক্তি বিক্ষোভ স্থগিত

করোনা ভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে দলটির সমর্থকরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 08:08 AM
Updated : 9 March 2020, 10:35 AM

রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে আয়োজিত এক জরুরি বৈঠক থেকে এ সিদ্ধান্তের কথা জানান তারা।

যুবদল নেতা এম এ বাতিন জানান, সোমবার এ বিক্ষোভ কর্মসূচির সমর্থনে মাঠে থাকার কথা ছিল যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাস, ছাত্রদল, শ্রমিক দল, জাতীয়তাবাদি ফোরাম, কোকো স্মৃতি সংসদ ও তারেক পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিক্ষোভ স্থগিত হলেও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ চলবে।

আরও জানা যায়, করোনা ভাইরাস আতঙ্কে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধনের পূর্বনির্ধারিত কর্মসূচিও স্থগিত করেছে যুক্তরাষ্ট্র যুবদল। নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সামনে বিক্ষোভের আরেকটি কর্মসূচি স্থগিত করেছে জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখা।

নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নুর সভাপতিতে জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিল্টন ভূইয়া, এম এ সবুর,  মোশারফ হোসেন সবুজ, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাকসুদুল হক চৌধুরি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, বদিউল আলম, মঞ্জুর আলম, তারিক চৌধুরী দীপু, নাসির আহমেদ, শাহাদৎ হোসেন রাজু, মজিবর রহমান ফেরদৌস ও মির্জা আজম।

এদিকে দিল্লীতে সংঘর্ষের প্রতিবাদে ৮ মার্চ নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভের কর্মসূচিও করোনা ভাইরাসের শঙ্কায় শেষ মুহূর্তে স্থগিত করেছে আয়োজকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!