৭ মার্চ উপলক্ষ্যে রিয়াদ ও জেদ্দায় সভা

৭ মার্চ উপলক্ষ্যে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট জেনারেল আলোচনা সভা করেছে।

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 08:54 AM
Updated : 8 March 2020, 08:54 AM

শনিবার সকালে রিয়াদে দূতাবাস মিলনায়তনের সভায় কার্যালয় প্রধান ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

রাষ্ট্রপতির বাণী পড়েন ইকোনমিক মিনিস্টার মো. আবুল হাসান ও প্রধানমন্ত্রীর বাণী পড়েন শ্রমকল্যাণ সচিব মো. মেহেদী হাসান।

বক্তব্য দিচ্ছেন কনসাল জেনারেল ফয়সল আহমেদ

আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ রিয়াদ অঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম, ‘আওয়ামী পরিষদ’ এর সভাপতি এম আর মাহবুব, ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’র সভাপতি রেজাউল করীম মিলন, ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং রিয়াদ যুবলীগের সভাপতি আব্দুল জলিল।

এদিকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে আয়োজিত সভা সঞ্চালনা করেন প্রথম সচিব কে এম সালাউদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন কনসাল জেনারেল ফয়সল আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!