৭ মার্চ উপলক্ষ্যে কুয়েতে দূতাবাসের সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 08:42 AM
Updated : 8 March 2020, 08:42 AM

স্থানীয় সময় শনিবার সকালে কুয়েতের মন্সুরিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের ও কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!