দেশে ফেরার দিন সিঙ্গাপুরে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2020 01:29 PM BdST Updated: 06 Mar 2020 01:29 PM BdST
-
মোক্তার হোসেন (৪০)
কথা ছিলো বাংলাদেশে নিজ পরিবারের কাছে ফিরবেন, কিন্তু দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার দিনই ঝুলন্ত লাশ পাওয়া গেলো সিঙ্গাপুর প্রবাসী এক বাংলাদেশির।
তার নাম মোক্তার হোসেন (৪০)। তিনি ‘ওভারঅল’ নামে একটি জাহাজ নির্মাণ কারখানায় ড্রয়িং ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন। বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার পাইকপাড়া গ্রামে। পিতা আলাউদ্দিন শেখ ও মাতা মমতাজ বেগম।
বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুরে শ্রমিকদের থাকার জায়গা ‘ব্লু স্টার ডরমিটরি’র গোসলখানায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
মোক্তারের রুমমেট কুতুবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত তিনটার সময় আমি তাকে মোবাইলে কথা বলতে দেখেছি৷ এরপর আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে দুপুরে টয়লেটে গেলে বাথরুমে ট্যাপের পানি পড়ার শব্দ পাই। তখন ভেবেছিলাম সে হয়ত গোসল করছে৷
“আমি বাইরে থেকে তাকে ডাক দিয়ে কোন সাড়া না পেয়ে সুপারভাইজারকে ফোনে ব্যাপারটা জানাই। সুপারভাইজার আমার রুমে আসে৷ দুইজন মিলে ডাকাডাকি করেও তার সাড়াশব্দ পাই না। তারপর আমরা ডরমিটরির সিকিউরিটিকে কল দেই। সিকিউরিটি এসে দরজার ফাঁক দিয়ে দেখেন তার গলায় দড়ি৷ সিকিউরিটি পুলিশকে কল দেয়।”
কুতুবউদ্দিন জানান, পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখে তার গলায় দড়ি বাঁধা। তার নিথর দেহ ঝুলছে। দড়ি কেটে দেহ নামিয়ে এনে দেখে তার কোমরে মোবাইল গোঁজা৷ ময়না তদন্তের জন্য তার লাশ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মোক্তার হোসেন ১৮ বছর ধরে সিঙ্গাপুর প্রবাসী৷ সাত ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়৷ ৪ বছর আগে বিয়ে করেছেন।
মোক্তারের রুমমেট কুতুবউদ্দিন আরও জানান, গত কয়েকমাস ধরে মোক্তার অসুস্থ ছিল, মাসে ৮ থেকে ১০ দিন কাজ করতে পারতো৷ অন্য দিনগুলোতে বাসায় বিশ্রাম নিতো। কাজ করতে না পারার কারণে অল্প বেতনে নিজের চলতেই কষ্ট হতো৷ তাই সে সিদ্ধান্ত নিয়েছিলো চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে যাবে৷ দেশে গিয়ে কিছু করার চিন্তা-ভাবনা করেছিলো।
এ ব্যাপারে সিঙ্গাপুর বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তারি রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি। তবে ডরমিটরি কর্তৃপক্ষ ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে উনি আত্মহত্যা করেছেন৷ অফিসিয়াল সব কাগজপত্র রেডি হলেই আমরা মোক্তার হোসেনের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করব৷”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
-
ত্রিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
-
প্রস্তুতির কথা জানিয়ে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করলো ফোবানার আয়োজক কমিটি
-
সবুজায়ন বাড়াতে নেদারল্যান্ডসে চলছে আন্তর্জাতিক মেলা
-
ভ্রমণ কাহিনি: পোল্যান্ডের বড় দুটি শহর দেখা
-
বাংলাদেশ লীগ অব আমেরিকার নতুন কমিটি
-
ফ্রাঙ্কফুটে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা
-
জেনিভায় বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
জেনিভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের আনন্দ উৎসব
-
প্রস্তুতির কথা জানিয়ে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করলো ফোবানার আয়োজক কমিটি
-
৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
-
সবুজায়ন বাড়াতে নেদারল্যান্ডসে চলছে আন্তর্জাতিক মেলা
-
ভ্রমণ কাহিনি: পোল্যান্ডের বড় দুটি শহর দেখা
-
বাংলাদেশ লীগ অব আমেরিকার নতুন কমিটি
-
ফ্রাঙ্কফুটে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে