সিডনিতে বাংলাদেশিদের ‘বাংলা মেলা’

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলা মেলা’ আয়োজন করেছে প্রবাসী সাংস্কৃতিক সংগঠন ‘আমরা বাংলাদেশি’।

সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 08:32 AM
Updated : 26 Dec 2019, 08:32 AM

বিজয় দিবস উপলক্ষে রোববার সিডনিতে এ মেলা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি ছিলেন ল্যাকেম্বার সংসদ সদস্য জিহাদ দিপ, ক্যানটাবুরি-ব্যাঙ্কসটাউনের মেয়র খাল আসফর, প্রাক্তন ডেপুটি মেয়র কার্ল সালেহ ও কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। 

বিজয়ের এ মেলায় অংশ নেয় শিশু-কিশোরদের সংগঠন ‘ড্রিম ওয়ার্ল্ড’, ‘কিশলয় কচিকাঁচা’, ‘সৃষ্টি’, ‘ঐকতান’, কুমকুম শর্মা, মুনা মুসতাফা, রূপকথা, রানা শরীফ, পলি, রুমাইসা, শুচি, নিলয়, আরমান, সাব্বির, আতিক হেলাল ও মিতা আতিক। বাদ্যযন্ত্রে সহায়তা করেছেন সোহেল, শুভ খান, তপন ও সোহান।
২০১৭ সাল থেকে ‘বাংলা মেলা বিজয় সম্মাননা’ দিয়ে আসছে আয়োজকরা। এবছর সম্মাননা পান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক ও মোহাম্মদ মোবারক হোসেন।
প্রবাসে সাংবাদিকতা ও সামাজিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান আবদুল্লাহ ইউসুফ শামীম ও নাইম আবদুল্লাহ।

এছাড়া দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!