রিয়াদে হৃদরোগে বাংলাদেশি শিক্ষকের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে হৃদরোগে প্রবাসী বাংলাদেশি এক শিক্ষক মারা গেছেন।

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2019, 09:04 AM
Updated : 25 Dec 2019, 09:04 AM

তার নাম ইদ্রিসুর রহমান। বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ রিয়াদ বাংলা শাখার জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোসতাক আহমেদ।

স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক খাদেমুল ইসলাম বলেন, “মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে স্কুলের একটি নিয়মিত সভায় ইদ্রিসুর রহমান আমার পাশের চেয়ারেই বসা ছিলেন। উনার বক্তব্য শুরু হলে ২/৩ মিনিটি কথা বলার পরই দেখি হঠাৎ করে মাটিতে পড়ে যান।”

শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার নিচ্ছেন ইদ্রিসুর (বামে)

ওই সময়েই তাকে কেসেমুসি হাসপাতাল নেওয়া হলে সেখানে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।

গত পাঁচ বছর ধরে ইদ্রিসুর রিয়াদ বাংলা স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। গত ২০ ডিসেম্বর রিয়াদ দূতাবাস আয়োজিত বিজয় দিবসের একটি অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার’ পেয়েছিলেন তিনি।

দেশে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!